বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

- আপডেট সময় : ০২:৪০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫৬২৬৩ বার পড়া হয়েছে
সাইফুল সরকার, মুরাদনগর (কুমিল্লা):
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় অবস্থিত বাংগরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সহকারী সিনিয়র শিক্ষক মোঃ শাহনূর আলম খানের উপস্থাপনায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মাহবুরুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জনাব মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মোঃ কাউসার মিয়া ; সহকারী প্রধান শিক্ষক মোঃ হানিফ মিয়া, সহকারী সিনিয়র শিক্ষক মোঃ মোবারক হোসেন;এবং সহকারী সিনিয়র ধর্ম শিক্ষক মোঃ উবায়দুল্লাহ।
সভায় শিক্ষকরা পরীক্ষার ফলাফল ঘোষণা করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি ও উন্নয়নের জন্য বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। প্রধান অতিথি ও সভাপতি উভয়েই শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও শিক্ষা-সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।
অভিভাবকরা সন্তানের পড়াশোনা, শৃঙ্খলা ও বিদ্যালয়ের পরিবেশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার মইনুল হোসেন রনি, মোঃ বাবু সরকার এবং মোসা: শাহিদা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিপুল সংখ্যক অভিভাবক অংশগ্রহণ করেন।