বাঙ্গরা বাজার থানাকে উপজেলায় রূপান্তরের দাবিতে জামায়াতের মানববন্ধন

- আপডেট সময় : ০৭:৩৩:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫৬২৭৬ বার পড়া হয়েছে
বাঙ্গরা বাজার থানাকে উপজেলায় রূপান্তরের দাবিতে জামায়াতের মানববন্ধন
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাকে পূর্ণাঙ্গ উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বাঙ্গরা জেলা পরিষদ মার্কেটের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাঙ্গরা বাজার থানা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গরা থানা সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গরা সদর ইউনিয়নের ইউনিয়ন সেক্রেটারি ডা. ফৌরদুস আলম জাকারিয়া, মাওলানা আবু হানিফ, মোঃ আরিফুল ইসলাম, রবিউল্লাহ, মোঃ ডালিম, আবু কাউছার প্রমুখ।
বক্তারা বলেন, বাঙ্গরা বাজার একটি গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা। প্রশাসনিক কাজের সুবিধার্থে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত বাঙ্গরা বাজার থানাকে উপজেলায় উন্নীত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
মানববন্ধনে স্থানীয় ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।