সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতের সাঁড়াশি অভিযান
![](https://deshamar24.com/wp-content/uploads/2025/01/Alamgir-pic.jpg)
Alamgir Hossain
- আপডেট সময় : ০৭:৩৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে অবৈধ ড্রেজিং ও মাটিকাটার বিরুদ্ধে দিনব্যাপী যৌথভাবে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর। এসময় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুইজনকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান এর নির্দেশনায় শুক্রবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন। অভিযানে বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের ধনপতিখোলা এলাকা থেকে ৩টি ট্রাক্টর অপসারণসহ মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মো: শরিফ ও মো: বাদল নামের দুই ব্যাক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা এলাকা হতে ১ টি এক্সক্যাভেটর অপসারন, আকবপুর ইউনিয়নের মেটাংঘর এলাকা হতে ২টি ড্রেজার ও ১হাজার ৫শত ফুট পাইপ অপসারন, একই ইউনিয়নের পীরকাশিমপুর এলাকা হতে ২টি ড্রেজার ও ৩হাজার ফুট পাইপ অপসারন এবং চারপুরিয়া বিল হতে ২টি ড্রেজার ও ২হাজার ফুট পাইপ অপসারনসহ ১টি ব্যাটারি জব্দ করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন বলেন, সরকারি স্বার্থ সংশ্লিষ্ট এবং কৃষি জমি রক্ষার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।