মুরাদনগরে ফসলি জমি রক্ষায় উপজেলা প্রশাসনের দিন-রাত্রি অভিযান
- আপডেট সময় : ১২:৫১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
আলমগীর হোসেন
মানুষরূপী কিছু মাটি-খাদকের নিষ্ঠুর লোভ আর নির্মম আঘাতে প্রকৃতির বুকে এক অব্যক্ত আর্তনাদ হয়ে দাঁড়িয়েছে দানবরূপী এক যন্ত্র ড্রেজার মেশিনের তাণ্ডব। ক্ষতবিক্ষত হচ্ছে ফসলের মাঠ। মানুষরূপী দানবদের থাবায় বিরাণ ভূমিতে পরিণত হচ্ছে কৃষকের ফসলি জামি। কৃষকের বুকের চাপা কষ্ট আর হাহাকার দূর করে সবুজ ফসলের স্বাদ ফিরিয়ে দিয়ে অবাধ মাটি কাটার এই আত্মঘাতী অধ্যায়ের সমাপ্তি ঘটাতে দিনরাত অভিযান চালিয়ে যাচ্ছেন কুমিল্লার মুরাদনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন।
শনিবার (১১ জানুয়ারি) দিনে ও রাতে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে অবৈধ ড্রেজিং ও মাটি কাটার বিরুদ্ধে সারাশি অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন।
এসময় মুরাদনগর সদর ইউনিয়নে সোনাপুর এলাকা হতে ২ টি ড্রেজার অপসারণসহ নিয়ম বহির্ভূতভাবে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মো: হানিফ নামের এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি একই ইউনিয়নের দিলালপুর মোবারক ব্রিকসের পাশে ফসলি জমি থেকে ১ টি এক্সক্যাভেটর অপসারণ ও
ইউসুফনগর এলাকা হতে ২ টি ড্রেজার ও প্রায় ২ হাজার ফুট পাইপ অপসারণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়ক পরিবহন আইন অমান্য করায় ৩ টি মামলায় ৫ হাজার ৩শত টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন বলেন, সরকারি স্বার্থ সংশ্লিষ্ট এবং কৃষি জমি রক্ষার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।