মুরাদনগরে ভয়াবহ অগ্নিকান্ডে সিএনজি গ্যারেজ পুড়ে ছাই, ৪৫ লক্ষাধিক টাকার ক্ষতি
- আপডেট সময় : ০৯:৪৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ ২০ বার পড়া হয়েছে
মুরাদনগর (কুমিল্লা)
কুমিল্লার মুরাদনগরে ভয়াবহ অগ্নিকান্ডে একটি সিএনজি গ্যারেজ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাত পৌনে ৮টার দিকে উপজেলা সদরের রামচন্দ্রপুর রোডে মায়ের দোয়া শাহ আমানত অটো ট্রেডার্স নামে সিএনজি গ্যারেজে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৫ লক্ষাধিক নগদ টাকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দামি মালামসহ প্রায় ৪৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত সিএনজি গ্যারেজের মালিক মোবারক (আলেক শাই)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৮টার দিকে প্রথমে ধোঁয়া দেখা যায়। পরে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার সূত্রপাত নিশ্চিত হতে না পারলেও দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করেছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
ক্ষতিগ্রস্ত মোবারক বলেন, রাত পৌনে ৮টার দিকে আমি দোকান বন্ধ করে স্টেশনে পান আনতে যাই। হঠাৎ আগুনের খবর শুনে দৌড়ে দোকানের কাছে গিয়ে দেখি পুরো দোকানে আগুন লেগে গেছে। মুরাদনগর ফায়ার সার্ভিস এসে অনেক চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হন। তিনি আরো বলেন, দিনের বেলায় ব্যাংক থেকে তুলে আনা নগদ ৫ লক্ষ টাকা, ক্যাশে থাকা টাকা, ১৪ টি সিএনজির কাগজপত্র, বাড়ির দলিল পত্র ও ব্যাংকের তিনটি চেকবই সহ গ্যারেজের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অতিরিক্ত আগুনের কারণে কোন কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। আমার সবকিছু হারিয়ে এখন আমি সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছি।