মুরাদনগরে যৌথ অভিযানে ৩ লাখ টাকা জরিমানা
- আপডেট সময় : ০৩:৩৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে যৌথ অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন। অভিযানে উপজেলার রামচন্দ্রপুরের কাঠালিকান্দি এলাকায় কৃষি জমি হতে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ইব্রাহিম, সবির, রিয়াজুল করিম, কাউসার, সালাউদ্দিন ও মোঃ হুসাইন নামের ৬ জনকে ৬ টি মামলায় ৩ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারান্ড প্রদান করা হয়েছে। এসময় ৬ টি ট্রাক্টর আটক ও ২ টি ব্যাটারি জব্দ করা হয়েছে। অপরদিকে বি.চাপিতলার কোড়ের পাড় এলাকা হতে ২ টি ড্রেজার ও প্রায় ১হাজার ফুট পাইপ অপসারণ করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন বলেন, সরকারি স্বার্থ সংশ্লিষ্ট এবং কৃষি জমি রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।