মুরাদনগরে পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:৫৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
আলমগীর হোসেন
কুমিল্লার মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় বিদ্যালয় ক্যাম্পাসে জাকজমক পূর্ণ ভাবে এই ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মুরাদনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান।
শিক্ষক তাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা ফ্যাসেলিটেটর কর্মকর্তা জাহিদুল ইসলাম, মহিলা বিষয় কর্মকর্তা আব্দুল আউয়াল, রামচন্দ্রপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন, রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম প্রমুখ। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খেলাধুলা, আবৃত্তি, অভিনয়, গান ও যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন ইভেন্টে প্রত্যেক শ্রেনির বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।