চোর ধরতে গিয়ে পুলিশের মৃত্যু, মুরাদনগরে দাফন সম্পন্ন
- আপডেট সময় : ১২:৫২:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
আলমগীর হোসেন
চোর পালিয়ে যাওয়ার সময় ধরতে গিয়ে মো. মহিউদ্দিন ভূঁইয়া নামের এক পুলিশ কনস্টেবল মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের গাইটুলি গ্রামে ওই পুলিশ সদস্যের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
মৃত পুলিশ সদস্য মো. মহিউদ্দিন ভুইয়া মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের গাইটুলি গ্রামের সাঈদুর রহমান ভুইয়ার ছেলে। তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
জানা যায়, মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ৭ টার দিকে জেলার দেবিদ্বার উপজেলার বারুর এলাকায় রুবেল মিয়া নামের এক চোরকে স্থানীয় লোকজন আটকের পর মারধর করে। পরে রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের গেটে একটি অটোরিকশা থেকে তাকে নামানোর সময় দৌড়ে পালিয়ে যায় ওই চোর। এ সময় তাকে আটক করতে পুলিশ সদস্য মহিউদ্দিনসহ অন্যান্যরা পিছু নেয়। এক পর্যায়ে পুলিশ কনস্টেবল মহিউদ্দিন রাস্তায় পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পুলিশ সদস্যর মৃত্যু হয়েছে।
দেবিদ্বার থানার ওসি শামস উদ্দিন মো. ইলিয়াস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমি নিজে উপস্থিত থেকে বুধবার সকালে তার স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের পাশাপাশি জানাজা শেষে তার নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করেছি।