মুরাদনগরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সফল করতে স্বাগত মিছিল

- আপডেট সময় : ০৭:৪৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫ ৩০ বার পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট:
আগামীকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখার কর্মী সম্মেলন সফল ও সার্থক করার লক্ষ্যে স্বাগত মিছিল করেছে মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামী।
শনিবার বিকেলে বাংলাদেশ জামাতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখার আমীর আ ন ম ইলইয়াস এর নেতৃত্বে স্বাগত মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্ত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আ ন ম ইলইয়াস। এ সময় আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা শাখার জামায়াতে ইসলামীর সাবেক আমীর মনছুর মিয়া, উপজেলা সেক্রেটারি মাওলানা আমির হোসেন , সহকারী সেক্রেটারি মাহবুব আলম মুন্সী,
বাইতুলমাল সম্পাদক মাওলানা আবুবকর সরকার, শ্রমিক কল্যান সেক্রেটারি খোরশেদ আলম,
যুব বিভাগ সভাপতি জালাল উদ্দীন, বাংগরা বাজার থানার আমীর মাস্টার আব্দুর রহিম, নবীপুর পূর্ব ইউনিয়নের আমীর গোলাম মোস্তফা, সদর ইউনিয়নের টিম সদস্য নাজমুস সাকিব তন্ময় সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।