বর্তমানের শিক্ষার্থীরা ২৪ বিপ্লবে বিএনপির ভূমিকা অস্বীকার করছে, কামাল উদ্দিন ভুইয়া

- আপডেট সময় : ০৫:২৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ২৫৬৩১৬ বার পড়া হয়েছে
মুরাদনগর, কুমিল্লা,
১৯৭১ সালে আওয়ামী লীগ শহীদ জিয়াউর রহমানের ভূমিকা অস্বীকার করেছিল, বর্তমানের শিক্ষার্থীরা ২৪ বিপ্লবে বিএনপির ভূমিকা অস্বীকার করছে
মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভুইয়া সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন, “১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামের সময় আওয়ামী লীগ শহীদ জিয়াউর রহমানের ভূমিকা অস্বীকার করেছিল এবং আজকের দিনে, শিক্ষার্থীরা ২৪ বিপ্লবে বিএনপির ভূমিকা অস্বীকার করছে।”
তিনি আরো বলেন, “এমন ভুল ইতিহাস পরিবেশন করা হচ্ছে, যা দেশবাসীকে বিভ্রান্ত করছে। আমাদের রাজনৈতিক ইতিহাসের সঠিক চিত্র জানা উচিত এবং তা নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা প্রয়োজন।”
কামাল উদ্দিন ভুইয়া আরও দাবি করেন, “শহীদ জিয়াউর রহমান ও বিএনপি মুক্তিযুদ্ধ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যা অস্বীকার করার কোনো সুযোগ নেই। ইতিহাসের সঠিক মূল্যায়ন করা উচিত, তা না হলে জাতির সামনে সঠিক পথপ্রদর্শন সম্ভব হবে না।”