*কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত*

- আপডেট সময় : ০৩:০৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৫৬৩৪৩ বার পড়া হয়েছে
মুরাদনগর, কুমিল্লা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫:
কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
“কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ” প্রকল্পের আওতায় দুই দিনের কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৪ ফেব্রুয়ারি) মুরাদনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন বিভিন্ন কৃষকরা।
প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, অতিরিক্ত উপ-পরিচালক এবং উপজেলা প্রাণিসম্পদ অফিসার মহোদয়।
কৃষকদের দক্ষতা বৃদ্ধি, উন্নত কৃষি প্রযুক্তি ও পদ্ধতি সম্পর্কে জানানো এবং তাদের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানিয়েছেন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কৃষকগণ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ।
—