উত্তর পেন্নই দারুল ইসলাম দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

- আপডেট সময় : ০৫:২৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে
উত্তর পেন্নই দারুল ইসলাম দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ
মুরাদনগর, কুমিল্লা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫:
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার উত্তর পেন্নই দারুল ইসলাম দাখিল মাদ্রাসায় গতকাল (২৩ ফেব্রুয়ারি, ২০২৫) দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া ও মেধাবী ভিত্তিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব মোঃ আলহাজ্ব গোলাম মোস্তফা। এছাড়া, অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সুপার জনাব মোঃ আবু বকর সিদ্দিক, অভিভাবক সদস্যরা – জনাব মোঃ ফারুক ভুঁইয়া, মোঃ কবির মুন্সি, মোঃ আলমগীর হোসেন, মোঃ আনারুল হক ভূঁইয়া, মোঃ মাহবুব আলম ভূঁইয়া, মোঃ তরফ আলী প্রদান এবং মোঃ আতাউর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং বিদায়ী পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানান। বার্ষিক ক্রীড়া ও মেধাবী ভিত্তিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন সাফল্যের জন্য পুরস্কৃত করা হয়।
এ অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমের প্রতি এক বিশেষ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আয়োজকরা জানান।