কুমিল্লা শহরে অস্ত্র ও মাদকসহ ৪ জন ছিনতাইকারী আটক

- আপডেট সময় : ১০:১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্ট
কুমিল্লা শহরে অস্ত্র ও মাদকসহ ৪ জন ছিনতাইকারী আটক
ফেব্রুয়ারি ২৪, ২০২৫
কুমিল্লা শহরে অস্ত্র ও মাদকসহ ৪ জন ছিনতাইকারী আটক
কুমিল্লা মহানগরীতে ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে চার জনকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে ধর্মপুর রেলস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে চাকুসহ দেশি অস্ত্র ও গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-১১-এর উপপরিচালক মাহমুদুল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক হওয়া ব্যক্তিরা হলেন, কুমিল্লা সদরের ধর্মপুর এলাকার শিপন মিয়ার ছেলে আশিক (৩২), সদর দক্ষিণ উপজেলার চিদরপুর এলাকার মনির হোসেনের ছেলে জামিল হোসেন (১৯), নগরীর মোগলটুলী এলাকার মো. জাকির হোসেনের ছেলে মো. জিসান (১৯), ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ এলাকার বিল্লাল হোসেনের ছেলে আসিফুর রহমান ওরফে আসিফ (২২)।
র্যাব সূত্র জানায়, তারা ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা কুমিল্লা রেলস্টেশনের আশেপাশে অবস্থান করে। ট্রেন থেকে যাত্রীরা নামার পর অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থসহ মূল্যবান জিনিস হাতিয়ে নেয়। এ ছাড়াও দেশি অস্ত্র ব্যবহার করে এলাকার সাধারণ মানুষকে ভয়ভীতির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। তাদের কুমিল্লা কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।