সংবাদ শিরোনাম ::
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া,আজ ঐতিহ্যবাহী সোনাকান্দা দরবারের মাহফিলে আসবেন ও সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করবেন

সুমন আরমান
- আপডেট সময় : ০২:৩৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ২৮ বার পড়া হয়েছে
অন্তবর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা কুমিল্লার মুরাদনগর উপজেলা সরকারি সফর করবেন।
মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামের মোঃ বিল্লাল হোসেনের সন্তান গত ৮ আগস্ট অন্তবর্তীকালী
ন সরকারের উপদেষ্টা হওয়ার পর এটি তার নিজ উপজেলায় দ্বিতীয় বারের মত সফর হবে। সূত্রে জানাযায়, এবারের সফরে উপদেষ্টার আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া তাঁর নিজ গ্রামের আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে সুশীল সমাজের প্রতিনিধির সাথে মতবিনিময় করবেন এবং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করবেন।
বৃহস্পতিবার রাতে দক্ষিণ এশিয়ার অন্যতম মারকাজ সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বার্ষিক ইছালে সাওয়াবের মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বলে জানা যায়।