তরুণ প্রজন্ম বেড়ে ওঠার পথে, মাদক একটি বড় সমস্যা…উপদেষ্টা আসিফ মাহমুদ

- আপডেট সময় : ১২:২৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
আলমগীর হোসেন
‘সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে মাদক আমাদের এখানে একটি বড় সমস্যা। আমরা যদি একটি সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চাই। তাহলে অবশ্যই যে তরুণ প্রজন্ম সামনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে, ভবিষ্যৎ বাংলাদেশকে গড়ে তুলবে। সেই তরুণ প্রজন্মকে সুন্দরভাবে গড়ে উঠতে হবে। তবে তরুণ প্রজন্ম সুন্দর ভাবে বেড়ে ওঠার পথে সবচাইতে বড় বাধা হচ্ছে মাদক। তাই মুরাদনগরে মাদক ব্যবসা এবং মাদক চোরা চালান বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করা হবে। যুব সমাজের যে শক্তি সেই শক্তিকে ইতিবাচকভাবে ব্যবহার করতে হবে, কাজে লাগাতে হবে। যুবসমাজের জন্য খেলাধুলা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যুব সমাজ খেলাধুলা, বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনে অংশ নেয়ার পাশাপাশি এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবে এটাই আমার প্রত্যাশা। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় এ কথা বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
তিনি আরো বলেন, একটি দীর্ঘ রক্তক্ষয়ী লড়াইয়ের পর। হাজার হাজার মানুষের জীবন এবং অঙ্গ হানির মধ্য দিয়ে, আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বাংলাদেশের মানুষ এই ক্রান্তি কালে ভরসা করে আস্তা রেখে সেই দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। সেই গুরু দায়িত্ব আমরা পালন করছি। বিগত সময়ে রাজনৈতিক প্রতিহিংসার ফলে সারাদেশের যে সকল জায়গা উন্নয়ন বঞ্চিত ছিল। সেই অঞ্চলগুলোতে আমরা বিশেষভাবে কাজ করার লক্ষ্যে চেষ্টা করে যাচ্ছি। তার অংশ হিসেবেই মুরাদনগরের অনেকগুলো প্রকল্প হাতে নেয়া হয়েছে এবং সেগুলোকে অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো: রাশেদুল ইসলাম মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান, মুরাদনগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক উবায়দুল ছিদ্দিকী প্রমুখ।
এর আগে বেলা ৫টার দিকে মুরাদনগর উপজেলার মেটংঘর-গাজীপুর সড়ক উন্নয়ন ও সংচাইল আরএইচডি-দিঘীরপাড় আরএইচডি ভায়া বাংগরা জিসি সড়কের রক্ষণাবেক্ষণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে রাত ৯টায় মুরাদনগর উপজেলার সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বার্ষিক ইছালে সাওয়াব মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উল্লেখ্য, গত বছরের ৮ আগস্ট অন্তর্ভুক্তিকালীন সরকারের উপদেষ্টা হওয়ার পর, নিজ উপজেলায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এটি দ্বিতীয় সফর।