ছালিয়াকান্দি দক্ষিণপাড়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

- আপডেট সময় : ০৫:০৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার:
মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি দক্ষিণপাড়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের প্রথমবারের মত ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সদ্য প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনের একাধিক কার্যক্রমের মধ্যে এটি ছিলো উল্লেখযোগ্য।
গত শনিবার বিকেলে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কালে প্রতিটি প্যাকেটে ভোজ্য তেল, মুড়ি, ছোলা, আলু, পেঁয়াজ, খেজুর, ডাল ও চিনি পরিমানমত এবং সময়মত বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, ছালিয়াকান্দি দক্ষিণপাড়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের অন্যতম সদস্য আলাউদ্দিন সরকার, জুয়েল রানা, আলমগীর হোসেন, সাইফুল আমিন, মোহাম্মদ রাসেল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, মো মনির হোসেন, মো আবুল হোসেন, খান মাহমুদ ইকবাল, রমজান প্রমূখ।
ইতমধ্যে একাধিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করা সংগঠনটির সদস্যরা জানান, এই ধরনের মানবিক কার্যক্রম তারা চালিয়ে যাবেন এবং সমাজের দুস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন।