সংবাদ শিরোনাম ::
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কুমিল্লায় ভারতীয় নাগরিক আটক

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৩৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫ ৮ বার পড়া হয়েছে
অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনায় শাওন কর্মকার (৩৭) নামের এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। তিনি পশ্চিম ত্রিপুরা জেলার খায়েরপুর থানার কাশিপুর গ্রামের বাসিন্দা।
আজ সোমবার (৩ মার্চ) দুপুরে ১০ বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেন।
লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ বলেন, রোববার বিকেলে কুমিল্লা সদর উপজেলা সীমান্তে বিবির বাজার বিওপির বাংলাদেশের অভ্যন্তরে কেরানীনগর এলাকায় বিজিবি টহল দল ওই ব্যক্তিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ব্যক্তিগত একটি আধার কার্ড, একটি পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর কার্ড এবং একটি স্টেট ব্যাংক ক্ল্যাসিক ভিসা কার্ড জব্দ করা হয়।