পুরুষ ও মহিলা সৈনিক নেবে সেনাবাহিনী
- আপডেট সময় : ১২:৫৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
সাধারণ ও টেকনিক্যাল ট্রেডে পুরুষ ও মহিলা সৈনিক নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী। জেলা কোটা অনুযায়ী মোট তিনটি ধাপে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ৩১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত। বাছাই পদ্ধতিসহ বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মাহমুদবাছাই পদ্ধতি
স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা—লিখিত পরীক্ষায় এই বিষয়গুলোর ওপর প্রশ্ন করা হবে। সাধারণ ট্রেডের পরীক্ষা নেওয়া হবে জেলা বা বিভাগ অনুযায়ী বিভিন্ন সেনানিবাসে। টেকনিক্যাল পদের পরীক্ষা বা সাক্ষাৎকার নেওয়া হবে বগুড়া, চট্টগ্রাম, নাটোর, যশোর, খুলনা, টাঙ্গাইল, গাজীপুর এবং সৈয়দপুর সেনানিবাসে।
টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ের ওপর ব্যাবহারিক পরীক্ষাও নেওয়া হবে।
পরীক্ষার প্রস্তুতি যেভাবে
লিখিত পরীক্ষায় সাধারণ ট্রেডের ক্ষেত্রে নবম-দশম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত পাঠ্যবইয়ের সিলেবাস অনুসারে প্রস্তুতি নিতে হবে। সাধারণ জ্ঞানের জন্য সমসাময়িক বিষয়ে আপডেট থাকতে হবে। টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে সাধারণ ট্রেডের মতোই প্রস্তুতির সঙ্গে যার যার সংশ্লিষ্ট ট্রেডে লিখিত ও ব্যাবহারিক পরীক্ষার প্রস্তুতি নিতে হবে।