বিএনপি নেতাকে হাতুড়িপেটা: জামায়াত নেতা আটক

- আপডেট সময় : ০৭:৫৬:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ১ বার পড়া হয়েছে
আহত বিএনপি নেতা আজাদ হোসেন। ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলার থানা ফটকের সামনে বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন আজাদকে হাতুড়িপেটার ঘটনায় প্রধান অভিযুক্ত পৌর জামায়াতের প্রচার সম্পাদক হাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ।
এদিকে, আহত বিএনপি নেতাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়া হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান বলেন, হামলার সময়ের একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। ওই ফুটেজ দেখে হামলার সঙ্গে জড়িত প্রধান অভিযুক্ত জামায়াত নেতা হাফিজকে আটক করা হয়েছে।
সন্ধ্যার পর উপজেলার সলপ এলাকা থেকে তাকে আটক করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অন্যান্য অভিযুক্তদের আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে।
এদিকে, আহত বিএনপি নেতা আজাদ হোসেন আজাদকে আশংকাজনক অবস্থায় ঢাকায় নেওয়া হয়েছে। তার মাথায় দুটি স্থানে হাঁড় ভেঙে গেছে বলে স্বজনরা জানিয়েছেন।
আহত বিএনপি নেতার ভাই ইসহাক প্রামাণিক নিরব মোবাইলে বলেন, হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মাথার দুটি স্থানের খুলি (হাঁড়) ভেঙে গেছে। ঘটনার পরই তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছিল। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে রেফার্ড করেছেন।
এদিকে, হামলাকারী জামায়াত ও শিবির নেতাকর্মীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি নেতাকর্মীরা দফায় দফায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
রাতে বিএনপির নেতাকর্মীদের একটি বিশাল প্রতিবাদ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দুপুরেও তারা তাৎক্ষণিক মিছিল সমাবেশ করেছে।
এর আগে শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা মসজিদে জুমার নামাজ শেষে থানার গেটের সামনে দাঁড়িয়েছিলেন বিএনপি নেতা আজাদ। সেখানেই তার ওপর হামলার ঘটনার ঘটে। এরপর আহত অবস্থায় তাকে প্রথমে উল্লাপাড়া উপজেলা হাসপাতাল ও পরে বগুড়ায় নেওয়া হয়।