বাংগরা উমালোচন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ শফিকুল ইসলাম

- আপডেট সময় : ১০:০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
- / ২৫৬২৮৭ বার পড়া হয়েছে
মুরাদনগর, কুমিল্লা | ৪ জুন ২০২৫:
কুমিল্লার মুরাদনগর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বাংগরা উমালোচন উচ্চ বিদ্যালয়-এর নতুন এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ শফিকুল ইসলাম। তিনি দীর্ঘদিন ধরে এ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং এলাকায় একজন সামাজিক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা থেকে জারিকৃত স্মারক অনুযায়ী, “মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪”-এর ৬৪(১০) ধারা অনুসারে, একটি ছয় মাস মেয়াদি এডহক কমিটি অনুমোদন করা হয়।
নতুন গঠিত কমিটির সদস্যরা হলেন:
• মোঃ শফিকুল ইসলাম – সভাপতি (জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত)
• প্রধান শিক্ষক – সদস্য সচিব (পদাধিকার বলে)
• মোঃ মোবারক হোসেন – সদস্য (শিক্ষক প্রতিনিধি)
• মোঃ কাউছার মিয়া – সদস্য (অভিভাবক প্রতিনিধি; উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত)
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, এ কমিটির কার্যকাল শুরু হবে ৪ জুন ২০২৫ থেকে এবং তা পরবর্তী ৬ (ছয়) মাস পর্যন্ত বলবৎ থাকবে। এ সময়ের মধ্যে একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করার জন্য প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।
মোঃ শফিকুল ইসলাম বিগত কয়েক বছর ধরে বাংগরা উমালোচন উচ্চ বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত। তিনি স্থানীয় সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডেও অগ্রণী ভূমিকা পালন করে আসছেন, যার ফলে অভিভাবক ও এলাকাবাসীর কাছে তিনি একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত।
বিদ্যালয় পরিদর্শকের পক্ষ থেকে জানানো হয়, “আমরা আশা করি, মোঃ শফিকুল ইসলামের অভিজ্ঞতা ও নেতৃত্বে বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষাগত পরিবেশ আরও উন্নত হবে।”
কমিটির অনুমোদনের অনুলিপি যথাক্রমে উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর প্রেরণ করা হয়েছে।
সংবাদদাতা : সাইফুল সরকার
প্রতিনিধি, মুরাদনগর, কুমিল্লা।