Bangladesh ১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে বাঙ্গরা বাজার থানায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নুরকে দেখতে আসা রেস্ট্রিকটেড করা হয়েছে : রাশেদ খাঁন বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মুরাদনগর জামায়াতের গণমিছিল জাতিসংঘ মানবাধিকার অফিস চালুর চুক্তিতে ছারছীনা পীরের তীব্র আপত্তি মুরাদনগরে ফুটবল খেলা দেখতে গিয়ে বাসচাপায় অটোরিকশা চালকের মৃত্যু, আহত ৫ মুরাদনগরে ১৫৫ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা মুরাদনগরে মব সৃষ্টির অপচেষ্টা, বিএনপির নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এসএসসি পরীক্ষায় অকৃতকার্য কিশোরীর আত্মহত্যা

শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে বাঙ্গরা বাজার থানায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

SAYFUL SARKER
  • আপডেট সময় : ০৮:৪৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৫৬২৪৮ বার পড়া হয়েছে

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার উদ্যোগে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে থানা প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রশাসন, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মাহফুজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, মুরাদনগর সার্কেল জনাব এ.কে.এম কামরুজ্জামান।

বিশেষ অতিথিবৃন্দ:
• জনাব মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া, সভাপতি, বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়
• জনাব মোঃ জহিরুল ইসলাম সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক, মুরাদনগর উপজেলা বিএনপি
• জনাব মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাঙ্গরা বাজার থানা শাখা
• জনাব মুফতি দেলোয়ার হোসেন, আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাঙ্গরা থানা শাখা
• জনাব মোঃ মেহেদী হাসান, সভাপতি, ছাত্র অধিকার পরিষদ, মুরাদনগর উপজেলা
• জনাব রতন কুমার দাশ, সহ-সভাপতি, উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট, মুরাদনগর উপজেলা
• জনাব দয়ানন্দ ঠাকুর, সাধারণ সম্পাদক, উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট, মুরাদনগর উপজেলা
• জনাব শুকলাল দেবনাথ, চেয়ারম্যান, পূর্ব ধৈইর পূর্ব ইউপি, বাঙ্গরা বাজার থানা, কুমিল্লা

অনুষ্ঠানে সূচনা বক্তব্যের আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বাঙ্গরা বাজার জামে মসজিদের খতিব মাওলানা আশরাফুল ইসলাম এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন ধরনি দাশ।

সভার মূল বক্তব্য:

সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি এখন গ্রামীণ জনপদের সর্বজনীন আনন্দের উৎসব। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে এই উৎসব উদযাপন করে থাকে। এ কারণে এর নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব।

প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ.কে.এম কামরুজ্জামান বলেন—
“পূজা মণ্ডপগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকবে। প্রতিটি মণ্ডপে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বস্তরের জনগণকে সতর্ক থাকতে হবে। প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।”

সভাপতির বক্তব্যে ওসি মাহফুজুর রহমান বলেন—
“শারদীয় দুর্গোৎসব আমাদের সবার। আইনশৃঙ্খলা রক্ষায় থানার পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে। কোনো প্রকার বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। প্রত্যেক মণ্ডপে আলাদা করে নিরাপত্তা টিম মোতায়েন করা হবে এবং নিয়মিত টহল জোরদার থাকবে।”

উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সহ-সভাপতি রতন কুমার দাশ ও সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর বলেন, পূজা মণ্ডপগুলোতে স্বেচ্ছাসেবক বাহিনী নিয়োজিত থাকবে। প্রশাসনের সহযোগিতায় পূজাকে আনন্দমুখর করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।

সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়—
• প্রতিটি পূজা মণ্ডপে পুলিশের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবক নিয়োগ।
• মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ।
• বিদ্যুৎ ও আলোকসজ্জার ক্ষেত্রে বিশেষ সতর্কতা।
• যানজট ও ভিড় নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থার সমন্বয়।
• স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা।

সভায় বক্তারা একসুরে বলেন— শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন হবে, এটি শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, বরং পুরো এলাকার সম্মিলিত দায়িত্ব। সবাই মিলেমিশে উৎসবকে আনন্দঘন করে তুলতে হবে।

স্থানীয় গণমাধ্যমকর্মীরাও সভায় উপস্থিত থেকে মতবিনিময় সভার তথ্য সংগ্রহ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698

শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে বাঙ্গরা বাজার থানায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৪৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার উদ্যোগে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে থানা প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রশাসন, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মাহফুজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, মুরাদনগর সার্কেল জনাব এ.কে.এম কামরুজ্জামান।

বিশেষ অতিথিবৃন্দ:
• জনাব মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া, সভাপতি, বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়
• জনাব মোঃ জহিরুল ইসলাম সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক, মুরাদনগর উপজেলা বিএনপি
• জনাব মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাঙ্গরা বাজার থানা শাখা
• জনাব মুফতি দেলোয়ার হোসেন, আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাঙ্গরা থানা শাখা
• জনাব মোঃ মেহেদী হাসান, সভাপতি, ছাত্র অধিকার পরিষদ, মুরাদনগর উপজেলা
• জনাব রতন কুমার দাশ, সহ-সভাপতি, উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট, মুরাদনগর উপজেলা
• জনাব দয়ানন্দ ঠাকুর, সাধারণ সম্পাদক, উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট, মুরাদনগর উপজেলা
• জনাব শুকলাল দেবনাথ, চেয়ারম্যান, পূর্ব ধৈইর পূর্ব ইউপি, বাঙ্গরা বাজার থানা, কুমিল্লা

অনুষ্ঠানে সূচনা বক্তব্যের আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বাঙ্গরা বাজার জামে মসজিদের খতিব মাওলানা আশরাফুল ইসলাম এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন ধরনি দাশ।

সভার মূল বক্তব্য:

সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি এখন গ্রামীণ জনপদের সর্বজনীন আনন্দের উৎসব। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে এই উৎসব উদযাপন করে থাকে। এ কারণে এর নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব।

প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ.কে.এম কামরুজ্জামান বলেন—
“পূজা মণ্ডপগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকবে। প্রতিটি মণ্ডপে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বস্তরের জনগণকে সতর্ক থাকতে হবে। প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।”

সভাপতির বক্তব্যে ওসি মাহফুজুর রহমান বলেন—
“শারদীয় দুর্গোৎসব আমাদের সবার। আইনশৃঙ্খলা রক্ষায় থানার পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে। কোনো প্রকার বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। প্রত্যেক মণ্ডপে আলাদা করে নিরাপত্তা টিম মোতায়েন করা হবে এবং নিয়মিত টহল জোরদার থাকবে।”

উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সহ-সভাপতি রতন কুমার দাশ ও সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর বলেন, পূজা মণ্ডপগুলোতে স্বেচ্ছাসেবক বাহিনী নিয়োজিত থাকবে। প্রশাসনের সহযোগিতায় পূজাকে আনন্দমুখর করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।

সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়—
• প্রতিটি পূজা মণ্ডপে পুলিশের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবক নিয়োগ।
• মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ।
• বিদ্যুৎ ও আলোকসজ্জার ক্ষেত্রে বিশেষ সতর্কতা।
• যানজট ও ভিড় নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থার সমন্বয়।
• স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা।

সভায় বক্তারা একসুরে বলেন— শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন হবে, এটি শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, বরং পুরো এলাকার সম্মিলিত দায়িত্ব। সবাই মিলেমিশে উৎসবকে আনন্দঘন করে তুলতে হবে।

স্থানীয় গণমাধ্যমকর্মীরাও সভায় উপস্থিত থেকে মতবিনিময় সভার তথ্য সংগ্রহ করেন।