*শীতবস্ত্র বিতরণ ১ম পর্ব – ২০২৫: পীর সাহেব হুজুরের উপহার*
- আপডেট সময় : ০৯:০১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ ৬২ বার পড়া হয়েছে
*সোনাকান্দা, ২০২৫:*
সোনাকান্দা দরবার শরীফের পরিচালনায় #ইনফাক্ব_ফর_হিউম্যান উদ্যোগে শীতবস্ত্র বিতরণের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের শুভ উদ্বোধন করেন *অধ্যক্ষ মোহাম্মদ মাহমুদুর রহমান পীর সাহেব হুজুর*, যিনি বাংলাদেশের *তালিমে হিযবুল্লাহ* সংগঠনের আমির। এ সময় তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, “আমাদের কর্তব্য হলো সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করা। এই উদ্যোগের মাধ্যমে আমরা তাদের প্রতি ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শন করতে চাই।”
এছাড়াও, এ উদ্যোগের সফল বাস্তবায়নে *বাংলাদেশ তালিমে হিযবুল্লাহ* ও *বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা* এবং তাদের অঙ্গ সংগঠনগুলোর সার্বিক সহযোগিতা ছিল। তারা এই শীতবস্ত্র বিতরণের কাজকে আরো শক্তিশালী করে তুলেছেন এবং সমাজের বিভিন্ন অঞ্চলে অসহায়দের মাঝে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার কাজ করছে।
এ ব্যাপারে *মোহাম্মদ মাহমুদুর রহমান* পীর সাহেব হুজুর আরও বলেন, “এই ধরনের উদ্যোগ আমাদের সবার জন্য একটি শিক্ষা। সমাজের উন্নতি এবং মানুষের কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে।”
এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের মাধ্যমে আরো অনেক মানুষ উপকৃত হয়েছেন, এবং এটি একটি বৃহৎ কর্মসূচির প্রথম পর্ব। পরবর্তীতে আরও বেশি সংখ্যক শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা রয়েছে, যাতে শীতকালীন কষ্ট থেকে আরও অনেক মানুষকে রক্ষা করা যায়।
মাশা-আল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আয়োজন আল্লাহ তায়ালা কবুল করুক আমিন
Thanks