*ভূতাইল স্পোর্টিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪-২৫ ইং এর ফাইনাল খেলা সফলভাবে সম্পন্ন*
- আপডেট সময় : ০৫:৩৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
*ভূতাইল স্পোর্টিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪-২৫ ইং এর ফাইনাল খেলা সফলভাবে সম্পন্ন*
*মুরাদনগর, কুমিল্লা, ২০২৫:*
অলৌকিক একটি আয়োজনের মধ্য দিয়ে *ভূতাইল স্পোর্টিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪-২৫* ইং এর ফাইনাল খেলা গতকাল শেষ হয়েছে। ভূতাইল দারুল আমান জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই জমকালো আয়োজনে বহু দর্শক উপস্থিত ছিলেন।
*ফাইনাল ম্যাচের ফলাফল:*
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার *চেচড়া ব্যাডমিন্টন ফাইটার্স*-কে হারিয়ে *চ্যাম্পিয়ন* হয়েছে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার *ঘোড়াশাল অনির্বাণ স্পোর্টিং ক্লাব*। টুর্নামেন্টটি ছিল অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ, এবং দুই দলের মাঝে এক দুর্দান্ত খেলা প্রদর্শিত হয়েছে।
*অনুষ্ঠানের অতিথিবৃন্দ:*
– *সভাপতি:* জনাব মোঃ আনোয়ার হোসেন আনু (সাবেক ম্যানেজিং কমিটির সদস্য, শ্রীকাইল কৃষ্ণ কুমার উচ্চ বিদ্যালয়)।
– *প্রধান অতিথি:* মোঃ আবদুল্লাহ আল মাহমুদ জামান (উপ-সচিব, জোনাল সেটেলমেন্ট অফিসার, ঢাকা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ভূমি মন্ত্রণালয়)।
– *প্রধান আকর্ষণ:* মোঃ নূরুল কবির ভূইয়া (নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নাটোর জেলা)।
– *বিশেষ অতিথি:*
– জনাব সাকিব হাসান খাঁন (সহকারী কমিশনার ভূমি, মুরাদনগর উপজেলা ভূমি অফিসার)।
– জনাব মাহফুজুল রহমান (অফিসার ইনচার্জ, বাঙ্গরা বাজার থানা)।- *উদ্বোধক:* জনাব মোহাম্মদ বশির (সাবেক চেয়ারম্যান, ১নং শ্রীকাইল ইউনিয়ন পরিষদ)।
*আয়োজক কমিটি:*
– *মোঃ সাজ্জাদ হোসেন*, বিশিষ্ট ব্যবসায়ী (বাহরাইন, ভূতাইল)
– *মোঃ মনির হোসেন*, নিউজিল্যান্ড প্রবাসী (ভূতাইল)
– *মোঃ সোহেল মুন্সি*, বিশিষ্ট ব্যবসায়ী (দুবাই, ভূতাইল)
*টুর্নামেন্ট পরিচালনা কমিটি:*
– এস,এম গোলাম রসুল
– রিফাত ইবনে বাশার
– রাসেল রানা
*অনুষ্ঠান বর্ণনা:*
এই টুর্নামেন্টটি প্রমাণ করেছে যে, সবার সহযোগিতায় এবং ভালো উদ্যোগের মাধ্যমে স্পোর্টস সংস্কৃতির প্রসার করা সম্ভব। ফাইনাল খেলা ছিল উত্তেজনাপূর্ণ এবং শুরুর থেকে শেষ পর্যন্ত দর্শকরা দারুণ উপভোগ করেছেন। অতিথিরা অনুষ্ঠানটির সফল আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
*ভূতাইল স্পোর্টিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট* এর মাধ্যমে মুরাদনগর এলাকার ক্রীড়া সংস্কৃতি নতুন দিগন্তের দিকে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।