ঘরে তালা দিয়ে ওয়াজ মাহফিলে পরিবার, পুড়ে অঙ্গার আইরিন

- আপডেট সময় : ০২:৫৩:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
কুড়িগ্রামের রাজারহাটে বসতঘরে আগুন লেগে আইরিন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার সময় শিশুটি ঘরের ভেতরে তালাবদ্ধ অবস্থায় ছিল। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের পশ্চিম সুখদেব গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আইরিন ওই গ্রামের আল আমিনের মেয়ে।
পরিবার ও স্থানীয়রা জানান, রাতে শিশুটিকে ঘরে রেখে পরিবারের সদস্যরা পাশের এলাকায় ধর্মীয় ওয়াজ মাহফিলে যান। এদিকে রাত ১১টার দিকে ওই বাড়িতে আগুন লেগে যায়। অল্প সময়ের মধ্যে ঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে যায়। শিশুটি ঘরের ভেতর ছিল কেউ জানতো না। এ সময় ঘরে থাকা শিশুটি পুড়ে মারা যায়।
রাজারহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু তাহের জানান, রাত সাড়ে ১১টার দিকে ওই বাড়িতে আগুন লাগার খবর পান তারা। দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগে বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এ সময় পোড়া বিছানায় শিশুটির অঙ্গার শরীর উদ্ধার করা হয়। পরে শিশুটির মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
রাজারহাট থানার ওসি তসলিম উদ্দিন বলেন, দরজা তালাবদ্ধ রাখে সবাই বাড়ির বাইরে ছিল। এ অবস্থায় আগুন লেগেছে। ধারণা করা হচ্ছে ঘুমের মধ্যে শিশুটি পুড়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।