হাটহাজারীতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৮:৩৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ২১ বার পড়া হয়েছে
মোঃ এরশাদ আলী: হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে হাটহাজারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফতেপুর ইউনিয়ন শাখা’র উদ্যোগে রমজানের শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকালে উপজেলার ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি প্রফেসর মোহাম্মদ আব্দুল মান্নান তালিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজের সঞ্চালনায় এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল জব্বার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ জামাল হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক শোয়াইব চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল মালেক চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ ইব্রাহীম ও ফতেপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। এসময় বক্তারা বলেন, আল্লাহ সর্বশক্তিমান, তিনি যখন যাকে ইচ্ছা ক্ষমতায় বসান এবং যখন যাকে ইচ্ছা ক্ষমতাচ্যুত করেন। তার চেয়ে বড় শক্তিমান এই পৃথিবীতে আর কেউ নাই। সুতরাং ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষের সাথে দীর্ঘ ১৭ বছর অন্যায়, জুলুম, নির্যাতন চালিয়েছে। দেশের মানুষের অধিকার হরন করছে। তাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে তার পতন ঘটিয়েছে। আল্লাহ এমন ভাবে হাসিনার পতন ঘটিয়েছে সে আর এই দেশে থাকতে পারলো না। দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। জামায়াতে ইসলামী চাই মানুষের সুখেদুঃখে সবসময় পাশে থাকতে। আমরা সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সবার মাঝে ইফতারি বিতরণ করা হয়।