আল-ফালাহ আবাসিক এলাকার সম্প্রীতির ইফতার

- আপডেট সময় : ১১:০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
মিরসরাই প্রতিনিধি
বিকেল বাড়ার সাথে সাথে পৌর সদরের আব্দুল লতিফ সিকদার সড়কের পাশে মাঠে বাড়ে ব্যস্ততা। খোলা আকাশের নিচে কার্পেট বিছিয়ে মহল্লার সবাই মিলে চলছে ইফতারের আয়োজন। মাঠের চারিদিকে কাপড় দিয়ে ঘেরাও করে চলছে অন্যরকম আয়োজন। এই দৃশ্যেও দেখা মেলে মিরসরাই পৌর সদরের একটি আবাসিক এলাকায়।
শনিবার (২২ মার্চ) বিকালে পৌর সদরের আল-ফালাহ আবাসিক এলাকার ভবন মালিকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল। প্রতি বছর ছোট পরিসওে হলেও এ বছরের আয়োজন ছিল একটু ব্যতিক্রম। এতে অংশ নেয় প্রায় পাচঁ শতাধিক বাসিন্দা।
আয়োজকরা জানান, আবাসিক এলাকার বাসিন্দারা সবাই একসাথে ইফতার করার মধ্যে দিয়ে এলাকার সবার মধ্যে গড়ে ওঠে একতার মেলবন্ধন। যে বন্ধনে নেই কোনো ভেদাভেদ, আছে শুধু সম্প্রীতির বন্ধন। সবাই এক সঙ্গে বসে ইফতার আনন্দ ভাগাভাগি করে নিয়েছে। আগামী বছর আরও বড় পরিসরে আয়োজন হবে।
এসময় উপস্থিত ছিলেন কাজী আবুল কালাম, ,মাষ্টার রবিউল হোসেন, মোহাম্মদ হোসেন, কাজী টিপু সুলতান, ওমর ফারুক,শামসুদ্দিনসহ আল-ফালাহ আবাসিক এলাকার ভবন মালিক ও বাসিন্দারা।