Bangladesh ১১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে বাঙ্গরা বাজার থানায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নুরকে দেখতে আসা রেস্ট্রিকটেড করা হয়েছে : রাশেদ খাঁন বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মুরাদনগর জামায়াতের গণমিছিল জাতিসংঘ মানবাধিকার অফিস চালুর চুক্তিতে ছারছীনা পীরের তীব্র আপত্তি মুরাদনগরে ফুটবল খেলা দেখতে গিয়ে বাসচাপায় অটোরিকশা চালকের মৃত্যু, আহত ৫ মুরাদনগরে ১৫৫ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা মুরাদনগরে মব সৃষ্টির অপচেষ্টা, বিএনপির নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এসএসসি পরীক্ষায় অকৃতকার্য কিশোরীর আত্মহত্যা

নুরকে দেখতে আসা রেস্ট্রিকটেড করা হয়েছে : রাশেদ খাঁন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ২৫৬২৬৪ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির সঙ্গে সংঘর্ষ এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের মারধরে হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তাকে দেখতে বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা হাসপাতালে যাচ্ছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভিড় করছেন নিজ দলের নেতাকর্মীরা।

নুরকে দেখতে হাসপাতালের সামনে নেতকার্মীদের ভিড় না করার অনুরোধ জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

নুরকে দেখতে যাওয়া আপাতত রেস্ট্রিকটেড করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান রাশেদ খাঁন।

তিনি বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ। হাসপাতালে আরো অনেক রোগী আছে এবং নুরুল হক নুরকে বারবার দেখতে আসলে মানুষের শব্দে তার বিশ্রামে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।

এতে তিনি আরো অসুস্থ হয়ে পড়ছেন। 

রাশেদ খাঁন বলেন, আপাতত নুরুল হক নুরকে দেখতে আসা পুরোপুরি রেস্ট্রিকটেড করা হয়েছে। এ বিষয়ে সকলকে সহযোগিতা করার অনুরোধ করছি।

পরবর্তী এক পোস্টে দেখা গেছে, নুরুল হক নুরের সঙ্গে দেখা করেছেন রাশেদ খাঁন।

নুরের শারীরিক অবস্থার তথ্য দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন রাশেদ। একটি ভিডিও শেয়ার করে তার কমেন্ট বক্সে রাশেদ খাঁন লিখেছেন, ‘আমি আজ সকালে নুরকে দেখতে এসে দেখি, আমার সামনেই নাক দিয়ে এভাবে জমাট বাঁধা রক্ত বের হলো! সেখানে ঢাকা মেডিক্যালের ডিরেক্টরসহ আরো অনেক ডাক্তার ছিলেন। তারা পাশে বসে নুরুল হক নুরের স্বাস্থ্য ও চিকিৎসার বিষয়ে আলোচনা করছিলেন। তখন আমি তাদের ডেকে দেখাই যে, নাক দিয়ে জমাট বাঁধা রক্ত পড়ছে। ডাক্তাররা সেটির ভিডিও করে নেন।
যেটি বলা হচ্ছে, নুরুল হক নুর সুস্থ হওয়ার পথে। কিন্তু আসলে না। তার এখনো মাড়িতে ব্যথা, চোখের নীচে রক্ত জমাট বেঁধে আছে। হাঁটতে গেলে মাথা ঘুরে পড়ে যাচ্ছে। নাকের হাড় পুরোপুরি ভেঙে গেছে, যে কারণে নাক বাঁকা হয়ে গেছে। তার মস্তিষ্ক পুরোপুরি কাজ করছে না। স্থির হয়ে বসতে ও শুতে পারছে না। নুরুল হক নুর পুরোপুরি ট্রমাটাইজড।’ 

গত শুক্রবার সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে গণ অধিকারের নেতাকর্মীরা বক্সকালভার্ট সড়কে তাদের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। সেখানে নুর গণমাধ্যমের সঙ্গে কথা বলার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা নুর ও তার সহকর্মীদের লাঠিপেটা শুরু করেন। হামলায় নুরসহ অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে গণ অধিকার পরিষদের দাবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুমন আরমান

মুরাদনগর উপজেলা, কুমিল্লা। পরিচালক ও প্রকাশক দেশ আমার 24 যোগাযোগ: +88 01820503698

নুরকে দেখতে আসা রেস্ট্রিকটেড করা হয়েছে : রাশেদ খাঁন

আপডেট সময় : ০৫:৪৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
জাতীয় পার্টির সঙ্গে সংঘর্ষ এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের মারধরে হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তাকে দেখতে বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা হাসপাতালে যাচ্ছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভিড় করছেন নিজ দলের নেতাকর্মীরা।

নুরকে দেখতে হাসপাতালের সামনে নেতকার্মীদের ভিড় না করার অনুরোধ জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

নুরকে দেখতে যাওয়া আপাতত রেস্ট্রিকটেড করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান রাশেদ খাঁন।

তিনি বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ। হাসপাতালে আরো অনেক রোগী আছে এবং নুরুল হক নুরকে বারবার দেখতে আসলে মানুষের শব্দে তার বিশ্রামে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।

এতে তিনি আরো অসুস্থ হয়ে পড়ছেন। 

রাশেদ খাঁন বলেন, আপাতত নুরুল হক নুরকে দেখতে আসা পুরোপুরি রেস্ট্রিকটেড করা হয়েছে। এ বিষয়ে সকলকে সহযোগিতা করার অনুরোধ করছি।

পরবর্তী এক পোস্টে দেখা গেছে, নুরুল হক নুরের সঙ্গে দেখা করেছেন রাশেদ খাঁন।

নুরের শারীরিক অবস্থার তথ্য দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন রাশেদ। একটি ভিডিও শেয়ার করে তার কমেন্ট বক্সে রাশেদ খাঁন লিখেছেন, ‘আমি আজ সকালে নুরকে দেখতে এসে দেখি, আমার সামনেই নাক দিয়ে এভাবে জমাট বাঁধা রক্ত বের হলো! সেখানে ঢাকা মেডিক্যালের ডিরেক্টরসহ আরো অনেক ডাক্তার ছিলেন। তারা পাশে বসে নুরুল হক নুরের স্বাস্থ্য ও চিকিৎসার বিষয়ে আলোচনা করছিলেন। তখন আমি তাদের ডেকে দেখাই যে, নাক দিয়ে জমাট বাঁধা রক্ত পড়ছে। ডাক্তাররা সেটির ভিডিও করে নেন।
যেটি বলা হচ্ছে, নুরুল হক নুর সুস্থ হওয়ার পথে। কিন্তু আসলে না। তার এখনো মাড়িতে ব্যথা, চোখের নীচে রক্ত জমাট বেঁধে আছে। হাঁটতে গেলে মাথা ঘুরে পড়ে যাচ্ছে। নাকের হাড় পুরোপুরি ভেঙে গেছে, যে কারণে নাক বাঁকা হয়ে গেছে। তার মস্তিষ্ক পুরোপুরি কাজ করছে না। স্থির হয়ে বসতে ও শুতে পারছে না। নুরুল হক নুর পুরোপুরি ট্রমাটাইজড।’ 

গত শুক্রবার সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে গণ অধিকারের নেতাকর্মীরা বক্সকালভার্ট সড়কে তাদের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। সেখানে নুর গণমাধ্যমের সঙ্গে কথা বলার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা নুর ও তার সহকর্মীদের লাঠিপেটা শুরু করেন। হামলায় নুরসহ অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে গণ অধিকার পরিষদের দাবি।