নুরকে দেখতে হাসপাতালের সামনে নেতকার্মীদের ভিড় না করার অনুরোধ জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
নুরকে দেখতে আসা রেস্ট্রিকটেড করা হয়েছে : রাশেদ খাঁন

- আপডেট সময় : ০৫:৪৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / ২৫৬২৬৪ বার পড়া হয়েছে
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান রাশেদ খাঁন।
তিনি বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ। হাসপাতালে আরো অনেক রোগী আছে এবং নুরুল হক নুরকে বারবার দেখতে আসলে মানুষের শব্দে তার বিশ্রামে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
রাশেদ খাঁন বলেন, আপাতত নুরুল হক নুরকে দেখতে আসা পুরোপুরি রেস্ট্রিকটেড করা হয়েছে। এ বিষয়ে সকলকে সহযোগিতা করার অনুরোধ করছি।
পরবর্তী এক পোস্টে দেখা গেছে, নুরুল হক নুরের সঙ্গে দেখা করেছেন রাশেদ খাঁন।
গত শুক্রবার সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে গণ অধিকারের নেতাকর্মীরা বক্সকালভার্ট সড়কে তাদের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। সেখানে নুর গণমাধ্যমের সঙ্গে কথা বলার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা নুর ও তার সহকর্মীদের লাঠিপেটা শুরু করেন। হামলায় নুরসহ অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে গণ অধিকার পরিষদের দাবি।