হাটহাজারীতে গভীর রাতে আগুনে পুড়েছে ১২ পরিবারের স্বপ্ন

- আপডেট সময় : ০৯:২৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
- / ১৫৬৩৩০ বার পড়া হয়েছে
মো: এরশাদ আলী, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:
হাটহাজারীতে ১২ টি পরিবার আগুনে পুড়ে নিঃস্ব হয়েছে। গতরাত ১.১০ মিনিটের সময় আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান। এই ঘটনায় নিঃস্ব হয়ে যাওয়া পরিবারের ক্ষয়ক্ষতি পরিমাণ আনুমানিক ৩৫ থেকে ৪০ লাখ টাকা হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবার। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৯নং ওয়ার্ড ফয়জুল্লাহ সারাং বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
সূত্রে জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ওই বাড়ির বাসিন্দা দিদারুল আলম, নুর ইসলাম, মো: এমদাদুল ইসলাম, তৌহিদুল ইসলাম, আবদুস শুক্কর, ফারুক, আবু বক্কর, পারভেজ সহ মোট ১২ টি পরিবার আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের খবর পাওযার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিযন্ত্রণে আনায় আশপাশের আরো অনেক পরিবারের ঘরবাড়ি রক্ষা করা সম্ভব হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান দৈনিক সময়ের কাগজকে জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিদুর্গতদের প্রাথমিকভাবে প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা সহযোগিতা করা হবে। ওই পরিবার গুলোর যে কোন প্রশাসনিক সহযোগিতার প্রয়োজন হলে আমরা পাশে থাকবো।