মঘাদিয়ায় কৃষক দলের সমাবেশ
- আপডেট সময় : ০৯:৪৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫ ৯ বার পড়া হয়েছে
মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার আবুতোরাব বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তরজেলা কৃষকদলের আহবায়ক বদরুল আলম বদরুল।
মঘাদিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানির সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, উত্তরজেলা কৃষকদলের সদস্য ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মো. মুসা মিয়া, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ মহিউদ্দিন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক এম হেলাল উদ্দিন, ইউনিয়ন যুবদলের আহবায়ক শাখাওয়াত হোসেন রিপন, সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের জন্য কাজ করে গেছেন। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আত্মনির্ভরশীল জাতি ও খাদ্যে স্বয়ং সম্পুর্ণ জাতি কখনও মাথা নিচু করে চলতে পারেনা। শহীদ জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার এক বছরের মাথায় খাদ্যে স্বয়ং সম্পুর্ণ জাতি হিসেবে গড়ে তুলেছিলেন।